নরসিংদীর পলাশে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা, ভাঙচুর ও লুটপাটের পর জনতা জুটমিল লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার সকালে পাটকলটির প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ টাঙিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। পাটকলটিতে প্রায় ৭ হাজার শ্রমিক কর্মরত ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ১৪ দফা দাবিতে মালিকপক্ষের সঙ্গে সভা শেষে শ্রমিকদের একাংশ পাটকলটির প্রশাসনিক ভবন, লেবার অফিস, নিরাপত্তা কার্যালয় ও গেস্টহাউসে হামলা ও ভাঙচুর চালান। এ ছাড়া শ্রমিকদের মজুরির প্রায় ৫০ লাখ টাকা লুট করেন তাঁরা। বাধা দিতে গিয়ে ৬ জন নিরাপত্তাকর্মী আহত হন। খবর পেয়ে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।