ফরিদপুরের সালথায় গোপালিয়া গ্রামে একটি বাড়িতে লুটপাটের সময় প্রতিপক্ষের (লুটকারী) এক ব্যক্তি গর্ভবতী এক মহিলার পেটে লাথি দেয়। যার কারনে গর্ভে থাকা ৯ মাসের বাচ্চার মৃত্যু হয়…..
স্থানীয় তথ্যে জানা যায়, গ্রামে দুই পক্ষের বিরোধিতার জেরে একজন মুদি দোকানী খুন হন, এর পরে গ্রামে অস্থিরতা আরো বেড়ে যায়।
তবে গর্ভবতী মহিলার পেটে থাকা বাচ্চা খুনের ঘটনা নজিরবিহীন। গর্তবতী মহিলার অবস্থা আশংকাজনক……….